চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

শেয়ার

কক্সবাজারের চকরিয়ায় টমটম ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে  বাবর হাফেজী নামে একজন তরুন নিহত হয়েছে। 

নিহত বাবর হাফেজী ঢেমুশিয়া ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) গান্ধী পাড়ার মৃত দিল মোহাম্মদের ৩য় ছেলে।

সোমবার(৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে শাহারবিল ইউনিয়নস্থ রামপুর বাজারের পরে ও কোরারখালী নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে টমটম গাড়িতে থাকা যাত্রী বাবর হাফেজী গুরুতর আহত হয়।এ অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করে।  সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সন্ধ্যা ৬ টার দিকে তাার মৃৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, দূর্ঘটনার পর পিকআপটি পালিয়ে পালিয়ে যায়। গাড়িটি ও চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনা কবলিত টমটম গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তিনি আরো বলেন, নিহত পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist