সালমানের সঙ্গে তুলনার জবাব দিলেন শাহরুখ

শেয়ার

চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মুক্তির পরেই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘর ছাড়িয়েছে সিনেমাটি।

‘পাঠান’ মুক্তির পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলি ইন্ডাস্ট্রি। আর সেই আনন্দমুহূর্তে আবারও ‘আস্ক এসআরকে’ প্রশ্নোত্তর পর্বে ভক্ত-অনুরাগীদের মুখোমুখি হন শাহরুখ।

শনিবার (২৮ জানুয়ারি) টুইটারে প্রশ্নোত্তর পর্বে অভিনেতাকে পেয়েই হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা। তবে অনেক প্রশংসার মধ্যেও, নেতিবাচক প্রশ্নের সম্মুখীন হলেন বলিউড বাদশাহ।

হঠাৎ এক জন মন্তব্য করে বসেন, আপনার অভিনীত ‘পাঠান’ যতই হিট হোক, আপনি কখনই সালমান খানের সঙ্গে প্রতিযোগিতায় পারবেন না।

১৫ মিনিটের ওই পর্বে প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন কিং খান। অপ্রিয় প্রশ্ন এলেও বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন শাহরুখ। মোটেও কারও উপরে রেগে যান না এই অভিনেতা।

সালমানের সঙ্গে শাহরুখের তুলনা করা হলে তিনি বলেন, সালমানকে নতুন প্রজন্মের মানুষ ঠিক যে ভাবে দেখেন, আমিও সেভাবেই দেখি। কারণ, তিনি সর্বকালের সেরা!

অপর এক ভক্ত বলেন, সালমানের খানের ভক্ত হয়ে দেখতে গিয়েছিলাম ছবিটি। কিন্তু শো শেষে ফিরলাম ‘পাঠান’-এর ফ্যান হয়ে। এ কথা শুনে শাহরুখ উত্তরে বলেন, আমিও টাইগার-এর ফ্যান। তবে তার সঙ্গে আমাকেও একই হৃদয়ের মণিকোঠায় জায়গা দিতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist