গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক ওয়াসিমের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাকশন ও ফোক-ফ্যান্টাসী ছবির অপ্রতিদ্বন্দ্বী ছিলেন চিত্রনায়ক ওয়াসিম। তাঁর অভিনীত প্রায় সব চলচ্চিত্রই হয়েছে ব্যবসাসফল, পেয়েছে জনপ্রিয়তা। তখনকার সময়ে একের পর এক হিট-সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। নিজে হয়েছেন বহুল জনপ্রিয় এক চলচ্চিত্র তারকা। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এক সফল চিত্রনায়কের নাম ওয়াসিম।

এই নায়কের জনপ্রিয়তার বেরোমিটার এতোটাই উঁচুতে ছিল যে, তাঁর অভিনীত ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত, এস এম শফি পরিচালিত ‘দি রেইন’ ছবিটি বাংলা ভাষার পাশাপাশি আরো একটি ভাষায় ‘ডাব’ ও দুটি ভাষায় সাবটাইটেল করে বিশ্বের ২৬টি দেশে মুক্তি দেয়া হয়। সেই সময়ে পত্র-পত্রিকায় বেশ আলোচিত হয় এই ছবি এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি পান চিত্রনায়ক ওয়াসিম। অ্যাকশন ও ফোক-ফ্যান্টাসী চলচ্চিত্রের এই অপ্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ২০২১ সালের ১৮ এপ্রিল, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে, ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। চিত্রনায়ক ওয়াসিম এর আসল নাম মেজবাহউদ্দীন আহমেদ ১৯৪৭ সালের ২৩ মার্চ, চাঁদপুর জেলায়, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ ডিগ্রী সম্পন্ন করেন তিনি। কলেজে ছাত্রাবস্থায় ‘বডি বিল্ডিার’ হিসেবে বেশ নাম করেছিলেন। ১৯৬৪ সালে, বডি বিল্ডিং এর জন্য ‘মিঃ ইস্ট পাকিস্তান’ খেতাব-এ ভূষিত হয়েছিলেন ওয়াসিম। চিত্রপরিচালক এস এম শফি পরিচালিত ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছন্দ হারিয়ে গেল’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে ঢাকার চলচ্চিত্রজগতে আসেন ওয়াসিম। এই ছবির ছোট্ট একটি দৃশ্যে অভিনয়ও করেন তিনি।

নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি মহসিন পরিচালিত ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাতের পর দিন’। এই ছবিতে তাঁর নায়িকা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা।

পরের বছর ওয়াসিম অভিনীত ‘ডাকু মনসুর’, ‘কে আসল কে নকল’, ও ‘জিঘাংসা’ চলচ্চিত্রগুলো ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ইবনে মিজান নির্মিত ‘দুই রাজকুমার’ চলচ্চিত্রটির অসামান্য সাফল্যে রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন ওয়াসিম। পেয়ে যান সুপারহিট নায়কের তকমা। ১৯৭৬ সালে মুক্তিপায় এস এম শফি পরিচালনায়, ওয়াসিম-অলিভিয়া অভিনীত ‘দি রেইন’ (যখন বৃষ্টি এল) চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিশ্ববাসীর কাছে জনপ্রিয় চিত্রনায়ক হিসেবে পরিচিতি লাভ করেন। বাংলা ও উর্দু, দুই ভাষায় নির্মিত ‘দি রেইন’ চলচ্চিত্রটি সেই সময়ে পৃথিবীর ২৬টি দেশে মুক্তি পেয়েছিল।

ওয়াসিম অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- আকাশ কুসুম, দুশমন, জানোয়ার, বাহাদুর, জীবন মরণ, জীবনসাথী, দোস্ত দুশমন, রাজদুলারী, আসামী হাজির, মহেশখালীর বাঁকে, রাজমহল, গুনাহগার, বারুদ, বন্দুক, বুলবুল-এ বাগদাদ, শীষনাগ, ঈমান, চন্দ্রলেখা, বেদ্বীন, লুটেরা, মোকাবোলা, রাজকন্যা, ওমরশরীফ, শাহী দরবার, আকাশপরী, শাহাজাদী গুলবাহার, ওস্তাদ সাগরেদ, কুদরত, আবেহায়াত, প্রাণসজনী, তিন বাহাদুর, সওদাগর, ধন দৌলত, বানজারান, পদ্মাবতী, ভাগ্যলিপি, প্রিন্সেস টিনা খান, রসের বাইদানী, নরম গরম, জালিম, চন্দন দ্বীপের রাজকন্যা, রাজিয়া সুলতানা, লাল মেমসাহেব, জিপসী সর্দার, রাজদণ্ড, দুলারী, ধর্ম আমার মা, আয়নামতি, নূরী, শিরি ফরহাদ, ডাকু ও দরবেশ, চাচা ভাতিজা, চন্দনা ডাকু, উনিশ বিশ, দিদার, প্রতিবাদ, রঙ্গীন জরিনা সুন্দরী, সেতুবন্ধন, মান-মর্যাদা, ঈমানদার, পর্বত, জবরদস্ত, সুখের স্বপ্ন, বাহার, মরনপণ, আগুন পানি, হিসাব চাই, জীবনধারা, বিধাতা, ছলনা, আঁচলবন্দী, আলাল দুলাল, রঙ্গীন সাগরভাসা, দুই বোন, কসম, তাকদিরের খেলা, বন্যা, গংগা যমুনা, মোহন বাঁশী, জবানবন্দী, আসমান জমিন, প্রতিঘাত, আজাদ, দিনকাল, জনি ওস্তাদ, আখেরী হামলা, মাটির দুর্গ, নাগপঞ্চমী, জুলুমের বদলা, ডাকাত, ক্ষুধা, মুখোশ, ভালবাসা ভালবাসা, মালেকা সুন্দরী, সোনার ময়না পাখি, সাথী তুমি কার, একশো কোটি টাকা, বকুল ফুলের মালা, অরুন শান্তি, ধনী গরীবের প্রেম, মুসা ভাই, ময়না মতির সংসার ইত্যাদি । তিনি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন।

ব্যক্তিজীবনে নায়ক ওয়াসিম বিয়ে করেছিলেন, প্রখ্যাত অভিনেত্রী রোজী’র ছোট বোনকে। তাদের দুই সন্তান- পুত্র দেওয়ান ফারদিন এবং কন্যা বুশরা আহমেদ। ২০০০ সালে তাঁর স্ত্রীর অকালমৃত্যু ঘটে। ২০০৬ সালে ওয়াসিম এর কন্যা বুশরা আহমেদ মাত্র চৌদ্দ বছর বয়সে, মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তাঁর একমাত্র পুত্র ফারদিন লন্ডনের কারডিফ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিষ্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে সহকারী পরিচালক হয়ে এসে, একসময়ে তুমূল জনপ্রিয় চিত্রনায়ক হয়ে যান ওয়াসিম। হয়ে যান সুপারহিট চিত্রতারকা। একেরপর এক অভিনয় করে গেছেন সব বাণিজ্যসফল চলচ্চিত্রে। একটানা ৫০টিরও বেশী ‘সুপার হিট’ চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। তখনকার সময়ে অ্যাকশন ও ফোক-ফ্যান্টাসী ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক ছিলেন ওয়াসিম। এমনও সময় গেছে, নায়ক ওয়াসিম যখন এফডিসি’র স্টুডিওতে হেঁটে যেতেন, পেছনে প্রযোজক-পরিচালকদের লাইন লেগে থাকতো। যদি তাঁর একটু শিডিউল পাওয়া যায়, এই আশায়। ওই সময়ে তাঁর শিডিউল পাওয়া ছিল সোনার হরিণের মতো। এমন মহা ব্যাস্ত নায়ক ছিলেন তিনি। তাঁর অভিনীত বহু ব্যাবসাসফল সব ছবি দিয়ে, প্রতিষ্ঠিত হয়েছেন অনেক প্রযোজক-পরিচালক। অনেকের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। নায়ক ওয়াসিমও হয়েছেন জনপ্রিয়, সমাদৃত। তাঁর অভিনীত ব্যবসাসফল ছবি দিয়ে আমাদের চলচ্চিত্রশিল্প বাণিজ্যিকভাবে হয়েছে সমৃদ্ধ। আমাদের চলচ্চিত্রের ইতিহাসে নায়ক ওয়াসিম- চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম নগরীর খুলশীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছামিদুর রহমান (১৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার (১ সেপ্টেম্বর) ভোরে খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় এ দুর্ঘটনা...

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার।শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক...

বোয়ালখালী ভূমি অফিস ও পৌরসভায় প্রশাসক না থাকায় কার্যক্রমে স্থবিরতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কমিশনার (ভূমি) এবং বোয়ালখালী পৌরসভার পৌর প্রশানের দায়িত্ব -প্রাপ্ত নুসরাত ফাতেমা চৌধুরী বোয়ালখালী ভূমি অফিস ও বোয়ালখালী পৌর প্রশাসকের কর্মস্থলে না...

বায়েজিদে দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে প্রকাশ্যে গুলিতে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।বৃহস্পতিবার (২৯ আগষ্ট )রাত ৯টা দিকে নগরের...