চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ জানে আলম (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে শংকটাপন্ন অবস্থায় উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জানে আলমের বাড়ি বোয়ালখালীতে।
দোহাজারী হাইওয়ে থানার দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ঈগল পরিবহন (বাস) ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আহত ট্রাক চালক মারা গেছেন। আহত অন্যান্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।