চট্টগ্রামে ১২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিহাব বায়েজিদ থানার গ্রীনভ্যালি আবাসিক এলাকার ডা. দেলোয়ারের ছেলে। তিনি মুনতাসির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা সাজা ও ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি বলেন, সিহাবকে আজ (রোববার) মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।