কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকা থেকে ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ/আইসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
মঙ্গলবার দিবাগত রাতে কক্সবাজার র্যাব- ১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত স্থানে অভিযান চালিয়ে ৫৫৭ গ্রাম ক্রিস্টাল মেথ/আইসসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উক্ত আইস গুলো বিক্রি করার জন্য আটককৃত ৩ মাদক ব্যবসায়ী জিদ্দাবাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় তাদের কাছ থেকে ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও নগদ ৪০৫০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (১৪ মে) বিকাল ৩টার সময় র্যাব-১৫ এর অফিশিয়াল পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেয়ারা পাড়া এলাকার আক্কাছ মিয়া ছেলে আমির হোছেন(৫০), কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ড বার আউলিয়া এলাকার মৃত কবির আহম্মদের ছেলে জাফর আলম(৫০) এবং লক্ষ্যারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেয়ারা পাড়া আমির হোসনের ছেলে জাহিদুল আনাছ(১৬)।
উদ্ধারকৃত মাদক ক্রিস্টাল মেথ/আইসসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
আরএইচ/