চট্টগ্রামে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজী ও ধর্ষণ মামলার আসামি দিদারুল আলম দিদারকে গ্রেফতার করেছে র্যাব ৭।
বুধবার (১৪মে ) চট্টগ্রামের ডবলমুরিং মোড় এলাকা থেকে র্যাব -৭ এর একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ।এসময় পালিয়ে যায় তার সাথে থাকা এই গ্যাং এর অন্যান্য সদস্যরা। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জায়েদ নূর জানান ” গ্রেফতারকৃতের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে,আমরা আইনানুযায়ী তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করবো”।
উল্লেখ্য,দিদার চট্টগ্রামের অন্যতম চোরাই সিন্ডিকেটের আজগর গং এর সক্রিয় সদস্য।গত ১৭ বছরে তার আপন ভাই ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগ ক্যাডার আলমগীর এর সহয়তায় চাঁদাবাজি,ছিনতাই সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে। গত ২০ মার্চ এই চক্রের অন্যতম হোতা আজগরও গ্রেফতার হন যৌথ বাহিনীর হাতে।
আরএইচ/