সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আদালত যখন মনে করেন জামিন দেওয়া যাবে, তখন দিয়েছেন। আর যদি মনে করেন দেওয়া যাবে না, তখন জামিন দেয়নি।
তিনি বলেন, নিম্ন আদালত জামিন দেননি কিন্তু উচ্চ আদালত জামিন দিয়েছেন— এটা অহরহ হয়ে থাকে। যারা এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, তারা হয়তো জাতীয় পার্টি বা বিএনপির আমল দেখেননি।
আনিসুল হক বলেন, এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে।
তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি পরপর দুই টার্ম থেকেছেন। সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারেন না।