বান্দরবানের লামার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলনের পর পরিবহনের সময় চকরিয়ায় জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে বনবিভাগের একটি আভিযানিক দল চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালুভর্তি ট্রাকগুলো আটক করতে সক্ষম হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জাধীন সংরক্ষিত বনের কোন এলাকা থেকে অবৈধভাবে বালু সংগ্রহ বা পরিবহন করতে দেওয়া হচ্ছে না। তবে পাশ্ববর্তী বান্দরবানের লামার বিভিন্ন ছড়া খাল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় চকরিয়ার ডুলাহাজারা এলাকা থেকে জব্দ করা হয়েছে দুটি ট্রাক।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান- জব্দকৃত বালুভর্তি ট্রাক দুটির বৈধ কাগজপত্র না থাকায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহতভাবে চলবে।