বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিন মাসে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব না। কিন্তু দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না।
আজ শনিবার (১৬ নভেম্বর ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিটিউডে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে নিজেদের ইচ্ছে জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে সরকার।
তারেক রহমান বলেন, ‘একটা দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে অর্থনীতিও কিন্তু রুগ্ন হবে। স্বৈরাচারী আমলে আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করেছে। সেটি কিন্তু আসলে উন্নয়নের চিত্র না। ধীরে ধীরে আসল রুপটা বেরিয়ে আসছে।’