চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ পারভেজ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের বনানী গর্জন বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাঞ্চনা এলাকার আলী আহমেদের ছেলে।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন বলেন, সকালে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে ঘটনাস্থলেই যাত্রী পারভেজ নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।