Monday, 18 November 2024

আস্থা বির্নিমানে এপিক প্রপার্টিজের ২০ বছর উদযাপন 

নিজস্ব প্রতিবেদক

আস্থা বির্নিমানে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০ বছরে পদার্পণ করলো এপিক প্রপার্টিজ লিমিটেড। ইতিমধ্যে গ্রাহকের কাছে আস্থা আর সন্তুষ্টির শীর্ষ কাতারে নাম লিখিয়েছে এই প্রতিষ্ঠানটি।

আজ বুধবার ১৪ই ডিসেম্বর এপিক প্রপার্টিজ লিমিটেড-এর ২০ বছর পদার্পণ উপলক্ষে গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়িদের ভালোবাসা, প্রত্যাশা আর আস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীতেও সর্বচ্চ মান আর সেবা নিশ্চিত করার প্রত্যয় ঘোষনা করেছে। নগরীর চট্টেশ্বরী রোডস্থ এপিক প্রপার্টিজের কর্পোরেট কার্যালয়ে কেক্ কেটে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবীর, ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান এবং ডিরেক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন সহ এপিক প্রপার্টিজ লিঃ এর বিভাগীয় প্রধানগণ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এর আগে সকাল ৭ টায় এপিক প্রপার্টিজের কর্পোরেট কার্যালয়ের নীচ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়ে নগরীর কাজীর দেউরী, সি আর বি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চট্টেশ্বরী রোডে এপিকের কর্পোরেট কার্যালয়ে এসে শেষ হয়। এই র‍্যালিতে প্রায় অর্ধশতাধিক সাইক্লিস্ট অংশ নেয়। দিনব্যাপি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে বর্ণিল এই ২০ বছরের শুভেচ্ছা জানানো হয়। দিনব্যাপী নানান কার্যক্রমে মধ্য দিয়ে দিনটি ছিলো উৎসবমূখর ও প্রাণবন্ত।

এদিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ডিরেক্টর প্রকৌশলী আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। তিনি বলেন, এপিকের আজকের এই বিশেষ দিনে সকল কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি সবাইকে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখার অনুরোধ করেন।

অপর এক বক্তব্য প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস. এম. আবু সুফিয়ান বলেন, স্বপ্ন বাস্তবায়নের লক্ষে ২০ বছর আগে যাত্রা শুরু করেছিল এপিক। ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখে আজ বিশাল এক সদস্যের পরিবার আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান। মৌলিক চাহিদা পূরণের লক্ষে এপিক পরিবার সমাজের সর্বোস্তরে ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও এর ব্যাপকতা আরো বৃদ্ধি পাবে। খাদ্য, বাসস্থান, চিকিৎসার মত মৌলিক চাহিদার পাশাপাশি শিক্ষা খাতেও খুব শীঘ্রই অবদান রাখতে যাচ্ছে। এই লক্ষ বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার অনুরোধ জানান তিনি।

এপিক প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী এস. এম. লোকমান কবীর তার বক্তব্যে বলেন, এপিকের প্রতিষ্ঠা পরবর্তী সময়ে সকলের ঐকান্তিক চেষ্ঠা ও আন্তরিকতায় আজকের এই পরিবার। গ্রাহকের চাহিদা আর সন্তুষ্টির সর্বচ্চ প্রাধান্য দিয়ে ২০ টি বছর অতিক্রম করছে এই প্রতিষ্ঠান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবেন বলে আশা করছেন।

২০ বছরে পদার্পনে এপিক প্রপার্টিজ লিঃ এক আস্থার প্রতীক হয়ে গ্রাহকের স্বপ্ন বুননে কাজ করে যাচ্ছে, যা আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

সর্বশেষ

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার...

নিত্য পণ্যের দাম কমাতে যথাসাধ্য চেষ্টা করছি : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিত্য...

রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘নির্বাচনের...

বিসিবির সর্বোচ্চ পদে পরিবর্তন আসলেও নেই কাজের গতি: ক্রীড়া উপদেষ্টা

শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।...

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে চিকিৎসকদের প্রশিক্ষণ শুরু

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালে পঞ্চমবারের মতো দুই সপ্তাহ ব্যাপী...

বৈরী আবহাওয়া:  ৪ দিন চট্টগ্রামে নামবে ঢাকার ফ্লাইট

শীতকালে ঘনকুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

আরও পড়ুন

দেশের বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চাই: শিল্প উপদেষ্টা

আমদানি কমিয়ে দেশের বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চান বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।আজ শুক্রবার(১৫ নভেম্বর )...

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

দেশে রিজার্ভ বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।...

পোশাক কারখানা পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূত

সাভার-আশুলিয়ায় পোশাক কারখানা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ ও বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।রোববার (২০ অক্টোবর ) প্রধান উপদেষ্টার...

অর্থনীতিতে স্থিতিশীলতার আশ্বাস গভর্নরের 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে...