কক্সবাজার সদরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩টি ডাম্পার ট্রাক ও ১ টি স্কেবেটর জব্দ করে মাটি কাটার সাথে জড়িত একজনকে তিন দিনের সাজা দেওয়া হয়।
শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও বলেন, ‘ঝিলংজার দরগাহপাড়া পূর্ব মুক্তারকুল এলাকায় নদী তীরবর্তী খাস জমি থেকে গভীর রাতে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় ড্রাইভারসহ একটি ডাম্পার আটক করা হয়। আটককৃত ডাম্পারটি জব্দ করে পুলিশ হেফাজতে পাঠানো হয়। যার মামলা নম্বর ৫৫/২০২২। আটককৃত ড্রাইভারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি স্কেবেটর, দুটো ডাম্পারের ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় ডাম্পারসহ স্কেবেটরটি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়।
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে খাস ও কৃষি জমি থেকে মাটি কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে জানানো হয়েছে।