চকরিয়ায় টমটম চালকে ছুরিকাঘাত করে টমটম ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১১ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ফাসিয়াখালির ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ছিনতাইকারীরা যাত্রীবেশে মালুমঘাট বাজার থেকে টমটম ভাড়া করে এনে টমটম চালককে ছুরিকাঘাত করে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে জাহেদুল ইসলাম (১৯) ও আবু হানিফ (১৭) নামে দুই ছিনতাইকারী আটক করে। তারা দুজনই ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বলে জানা গেছে।
এসময় আরো ২জন ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানান আটককৃত ছিনতাইকারীরা।
পলাতকরা হলো, মৌলভীপাড়া এলাকার মোঃ হানিফ ও মোঃ সাকিব।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জনগণ আটককৃত ২ ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে। টমটম চালকের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।