শনিবার, ১৫ মার্চ ২০২৫

জনগণের নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না: আমীর খসরু

চট্টগ্রাম নিউজ :

জনগণ সমর্থিত সংসদ ও সরকার ব্যতিত সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। একেকটি দিন অতিবাহিত হচ্ছে, গণতন্ত্রহীন দেশ হিসেবে। যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই।

শনিবার (১৫ মার্চ) বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার, পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালায় না। তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিক একটি নির্বাচিত সরকার। এটাই মূলশক্তি। এটার ওপর ভিত্তি করে পুলিশ, সরকারি কর্মকর্তারা চলে। তাই জনগণ সমর্থিত সংসদ সরকার ব্যতিত কোনো দিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি সকলে মিলে সেভাবে কাজ করবো।

মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে সেটাকে অনুধাবন করতে হবে জানিয়ে তিনি বলেন, যে স্বাধীনতা আমরা পেয়েছি, অনেক ত্যাগ জীবনের বিনিময়ে। এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনার পতনের পরে দেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে। সেটা আমাদের ধারণ, অনুধাবন করতে হবে। সেই প্রত্যাশার পূরণের জন্য যার যার জায়গা থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে পাই, গণতান্ত্রিক দেশ যাতে পাই। ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন পেশা, সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পায়। একইসঙ্গে মেধানুযায়ী যাতে সবাই যেন সমান সুযোগ পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহনশীল, শ্রদ্ধাশীল হতে হবে, সম্মানবোধ থাকতে হবে। আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান জানানো এটা শিখতে হবে। তা না হলে শত সংস্কারেও কোনো লাভ হবে না। যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায়, কোনো সংস্কার কাজে আসবে না।

তিনি বলেন, একটি স্বাধীন স্বার্বভৌম দেশে যাতে নিজেদের মতো করে থাকতে পারি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্থক্য থাকবে, মতোভেদ থাকবে, মতোপার্থক্য থাকবে, এরপরও একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও সন্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার খান মো. আমিনুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামে সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, এফইবি চট্টগ্রাম কেন্দ্রের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ,  ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, ধন্যবাদ জ্ঞাপন করেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন, কোরান তেলোয়াত করেন ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সমাজকে পরিশুদ্ধ করতে সংবাদ মাধ্যম একটি অপরিহার্য উপাদান : সবুর শুভ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার...

গণমাধ্যমের সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রিয়াজ হায়দার চৌধুরী

গণমাধ্যমের সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিকমতো দায়িত্ব...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে...

আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

সাংবাদিকদের বর্তমানে দায়-দায়িত্ব অনেক বেশি: আবু তাহের

বিশিষ্ট উদ্যোক্তা ও চট্টগ্রাম নিউজের পরিচালনা সম্পাদক আলহাজ্ব আবু...

কর্ণফুলীতে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান রোকন (২৫)-কে...

আরও পড়ুন

সমাজকে পরিশুদ্ধ করতে সংবাদ মাধ্যম একটি অপরিহার্য উপাদান : সবুর শুভ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সবুর শুভ বলেন, সমাজকে পরিশুদ্ধ করতে সংবাদ মাধ্যম একটি অপরিহার্য উপাদান...

গণমাধ্যমের সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রিয়াজ হায়দার চৌধুরী

গণমাধ্যমের সংকট কাটাতে সবাই যাতে ঐক্যবদ্ধ থেকে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামীলীগ ও ছাত্রলীগের আরও ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টা থেকে...

মিরসরাইয়ে বালু উত্তোলনে বাধা দেওয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

মিরসরাইয়ে নদী ও ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে উত্তোলনকারীরা।শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার করেরহাট...