গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Monday, 29 April 2024

ভোক্তা অধিকারের নামে চাঁদাবাজি হচ্ছে: ভোক্তা ডিজি

শিবুকান্তি দাশ, ঢাকা

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ভোক্তা অধিকারের নামে নানা সংগঠন দাঁড়িয়েছে, যারা ব্যবসায়ীদের নোটিশ দিচ্ছে, চাঁদাবাজি করছে। এতে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে।

প্রতারকরা বিকাশের মাধ্যমে টাকা চাইছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি। র‌্যাব পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবিহিতকরণ’ সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংস্কার হচ্ছে। নতুন আইনের খসড়ায় জরিমানা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনে ই-কমার্স বিষয়টি অন্তর্ভ‚ক্ত করা হচ্ছে, যার ফলে ই-কমার্স প্রশ্নে চলমান নানা অভিযোগ নিস্পত্তি করা সহজ হবে।’

তিনি বলেন, ‘জনবল সংকট থাকা সত্তে¡ও আমরা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা মাজিস্ট্রেট নন, তাদের বিচারিক ক্ষমতা নেই। তারা শুধু এ আইনে জরিমানা করতে পারেন। বাদী হয়ে মামলা করতে পারেন। নিজে শাস্তি দিতে পারেন না।’

এক প্রশ্নের জবাবে ভোক্তার ডিজি বলেন, ‘প্রসাধনীর ক্ষেত্রে প্রতারণার ভয়াবহ চিত্র পাওয়া গেছে। বৈধভাবে এ ব্যবসায় অনীহা রয়েছে। দেশের ভিতরেও কিছু ভেজাল পণ্য তৈরি করা হচ্ছে।’
রেস্তোরাঁর খাবারের মান ও দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য বলতে যা বোঝায়, তা কোনো রেস্টুরেন্টই সার্ভ করে না। কোনো সুরক্ষার মানদণ্ডই তারা মানে না।’

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে জনগণকে আরও সচেতন করে তোলার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিভিন্ন ক্ষেত্রে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘দেশবাসীর অধিকার সংরক্ষণে জাতীয় প্রেস ক্লাব সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভোক্তা অধিকারে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের বিকল্প নেই। সাংবাদিকরা নিজেরা যেমন তাদের অধিকারে সচেতন, তেমনি তারা জনগণকেও সচেতন করছেন।’

তিনি বলেন, ‘আমরা সবাই দিনশেষে ভোক্তা। বাজারে পণ্য কিনতে গেলে আমাদের নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। আইনে কী আছে, সেটা জানতে হবে। ভোক্তা আইনটি এখন সংস্কার প্রয়োজন। আইনকে আরও শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ভোক্তার সহকারী পরিচালক তাহমিনা আক্তার।

জাতীয় প্রেস ক্লাবের প্রশিক্ষণ ও পেশার মান উন্নয়ন উপ-কমিটির আহবায়ক ভানু রঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম বক্তৃতা করেন।

এ সময় যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আফরোজা রহমান এবং সিনিয়র সাংবাদিকসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ

স্মার্ট বাংলাদেশ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান...

গণসংগীত উৎসবের পর্দা নামলো

চট্টগ্রামে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসঙ্গীত উৎসবের পর্দা নামলো...

মিরসরাইয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে হিটস্ট্রোকে জাহাঙ্গীর আলম (৫৩) নামের এক বৃদ্ধের মৃত্যু...

বোয়ালখালীতে হিট স্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোকে বোয়ালখালী উপজেলার...

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও...

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মাসে নিহত ২৬,আহত ৫৯

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনা নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। মহাসড়ক,...

আরও পড়ুন

স্মার্ট বাংলাদেশ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।তিনি আজ বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর উদ্যোগে জাতীয় প্রেস...

মিরসরাইয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে হিটস্ট্রোকে জাহাঙ্গীর আলম (৫৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।আরোও পড়ুন বোয়ালখালীতে হিট স্ট্রোকে...

বোয়ালখালীতে হিট স্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোকে বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) মৃত্যু হয়েছে।আজ রবিবার...

উখিয়ায় অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।রবিবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার কুতুপালং...