কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় রেজাউল করিম (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সকাল ৮টার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চকরিয়া পৌরশহরের হাসপাতাল সড়ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ২নং ওয়ার্ডের দিগরপান খালী এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।
ঘটনার বিষয়ে নিহতের মামাতো ভাই রিদুয়ানুক হক মজিদী জানান, আমার ফুফাতো ভাই ইজিবাইক চালক রেজাউল নিজ এলাকা ফাঁসিয়াখালী থেকে ভাড়া নিয়ে ঘটনাস্থল পৌরশহরের হাসপাতাল রোডের সামনে আসলে হঠাৎ তার গাড়ীর একটি চাকা খুলে গিয়ে পশ্চিমপাশে বক্সের নিচে দাঁড়িয়ে থাকা সিএনজিতে পড়ে।এসময় ইজিবাইকটি খাত হয়ে পড়ে সে গুরুত্বর আহত হন। এমতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে চমক হাসপাতালে রেফান করেন। পরে তাকে চট্টগ্রাম নেওয়ার পথে দুপুর ১টার দিকে মারা যান তিনি।
চিরিংগা হাইওয়ে থানার ইনর্চাজ(পুলিশ পরিদর্শক) মুর্শেদুল আলম বলেন, পৌরশহরে থ্রি-হুইলার গাড়ীগুলো চলে।দূর্ঘটনা কবলিত ইজিবাইকটি হঠাৎ বক্স দিয়ে চালিয়ে যাওয়ার সময় চাকা খুলে বাহির দাঁড়িয়ে থাকা সিএনজিতে পড়ে।এসময় ইজিবাইক খাত হয়ে পড়ে চালক আহত হয়। পরে পুলিশ গিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।