ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে আপাতত শোডাউনকে গুরুত্ব দিচ্ছে। কার পক্ষে কত সমর্থন তা দেখাতে দুই দলই সারাদেশে সমাবেশের নামে বিশাল বিশাল শোডাউন কছে চলছে। পাশাপাশি প্রস্তুতির অংশ হিসেবে দুই দলের সহযোগি সংগঠন গুলোও বেশ তৎপর হয়ে উঠেছে। ফলে রাজনীতিতে উত্তাপ বাড়ছে।
আওয়ামী লীগ নেতাদের মতে, বিএনপি নির্বাচনকে সামনে রেখে তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে। তারা এতোদিন ঘুমিয়েছিল। আওয়ামী লীগ সারাবছর ধরে সরকারী নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে রাজপথে জনগনের সাথে রয়েছে।
তাছাড়া আওয়ামী লীগ স্থাানীয় বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে প্রতিনিয়ত জনগনের সাথে রয়েছে। আওয়ামী লীগের পক্ষে জনগনে সমর্থন আগের চেয়ে বেড়েছে।
এদিকে বিএনপি সমাবেশ করেছে রংপুরে। আর আওয়ামী লীগ সমাবেশে করেছে ঢাকায়। ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনেকে ঘিরে বানিজ্য মেলার মাঠে এ শোডাউন দেখিয়েছে দলটি।
তাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল টাকার বস্তার ওপর শুয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ফখরুল এখন চাঙা হয়ে গেছেন। টাকা পাচ্ছেন তো। টাকারে টাকা! আরব আমিরাতের টাকা, দুবাইয়ের টাকা। এই তো এলো টাকা। ফখরুল মহাখুশি।
তিনি বলেন, টাকা পাইলেই তার দল খুশি। টাকা ওড়ে আকাশে, বাতাসে; টাকা ওড়ে পাড়ায়-মহল্লায়। আমরা খবর নিচ্ছি। কারা টাকা পাঠায়। খোঁজ পেয়েছি, ব্যবস্থাা হবে।
‘টাকার খেলা হবে না, খেলা হবে জনগণের’ জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে খেলা হবে, প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে।
এদিকে রংপুরের মহাসমাবেশে নতুন সরকারের রূপরেখা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমাদের একটাই দাবি সংসদ বিলুপ্ত করতে হবে। তার আগেই আমাদের এমপিরা পদত্যাগ করবে।
এরপর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দ এবং মনের মতো সংসদ সদস্য নির্বাচন করবেন। নতুন পার্লামেন্ট গঠন করা হবে।’
ফখরুল বলেন, ‘সবার অংশগ্রহণ ও আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হবে- সেই সরকার হবে জাতীয় সরকার। সেই সরকার বাংলাদেশে যে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, দেশে অর্থনৈতিক যে দুরবস্থা দেখা দিয়েছে, রাজনীতি ধ্বংস হয়ে গেছে সেসব আবার মেরামতের জন্য জাতীয় সরকার কাজ করবে।’ তিনি জনগণকে সরকার পতনের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
সেখানে বিএনপির কেন্দ্রীয় অন্য নেতারাও বক্তব্য রেখেছেন। তারা সরকারের বিরুদ্বে নানা বিষয়ে অভিযোগ করে জনগনকে উজ্জীবিত করার চেষ্টা করেছে।
এদিকে ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বড় ধরণের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি তার আগে বরিশাল সহ দেশে অন্য বিভাগেও সমাবেশ করবে। কিন্তু এখনো ঢাকার সমাবেশের অনুমতি পায়নি বলে জানা গেছে।
বিএনপির এক নেতা চট্টগ্রাম নিউজকে বলেছে,সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা অনুমতি চাইব। আশা করি তারা অনুমতি দেবে। তাদের শুভবুদ্ধির উদয় হবে। অনুমতি না দিলে জনগনকে দল যেকোন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এ নেতা আরো বলেন, সরকারের জনসমর্থন শুন্যের কোঠায়। বেশি বাড়াবাড়ি করলে জনগন ক্ষমতা থেকে টেনে সরকারকে রাস্তায় নামিয়ে দেবে। আজকে দেশের মানুষ খুবই কষ্টে রয়েছে। জিনিষ পত্রের উর্দ্ধগতি সরকার কোন ভাবে রোধ করতে পারছে না। সরকারের বির্জাভ পর্যন্ত খালি হয়ে গেছে। সরকারী দলের লোকজন বিদেশে টাকা পাচার করে দেশেকে পুঙ্গ করে দিয়েছে। জনগন এই সরকারকে আর চায় না। ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকার চিৎপটাং হয়ে পড়বে।
সরকারী দল আওয়ামী লীগ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে যে সমাবেশের ডাকা দিয়েছে তাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিাত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার আগে দেশের আরো কয়েকটি বড় জেলায় প্রধানমন্ত্রী যাবেন বলে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
বড় দুই দলের এই শোডাউনকে ঘিরে দেশের মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। রাজনৈতিক মহলে চলছে নানা হিসাব নিকাষ।বড় দুই দলের পক্ষে রাজনৈতিক জোট বা সমঝোতা করার জন্য ছোট ছোট দলের নেতারা ও তৎপর হয়ে উঠছে।
বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষের দল গুলো এবং বিএনপির পক্ষে ইসলামিক ও ডানপন্ত্রী বিভিন্ন দল রয়েছে। তারা সমাবেশে যোগ না দিলেও দুই দলের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। নির্বাচন ঘনিয়ে আসলে তাদের সাথে বড় দল গুলোর জোট বাধার ও কথাবার্তা শোনা যাচ্ছে।