Sunday, 17 November 2024

চট্টগ্রামে ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে আ.লীগের মহাসমাবেশ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।

এসময় ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সেতুমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায়। তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। সম্মেলন প্রস্তত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

এ সময় শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে। তাদের কোনো ছাড় নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের ওপর মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে; এবারও দেবে।

কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গেনেড হামলাকারী ও অর্থপাচারকারী জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।

বৈঠকে যোগ দিতে বিকেল সাড়ে তিনটায় গণভবনে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যরা।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ১ ডিসেম্বর ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়।

এইদিন চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগরীর ১৫ থানা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির আহ্বায়ক এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ উপজেলার সাংগঠনিক কমিটির আহবায়কদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পৃথক পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

মহানগরের নেতাদের সাথে আলোচনার মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলাও একই ভেন্যুতে সম্মেলন করতে চেষ্টা করবে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতার।

সর্বশেষ

চাচার হাতে ভাতিজা খুন 

পটিয়া উপজেলায় আপন চাচার ছুরিকাঘাতে  মো. রাশেদ প্রকাশ রাসেল...

গণঅভ্যুত্থানে আহত কাজলকে দেখতে হাসপাতালে নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানে আহত হন কাজল। যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো...

পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকান সিটির থ্রি জিরো ক্লাব

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি...

শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা হচ্ছে: রিজওয়ানা হাসান

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের...

অন্তর্বর্তী সরকারের অদক্ষতা পেলে জনগণ মেনে নেবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিন মাসে সরকারের...

চকরিয়ায় অবৈধ বালুভর্তি দুটি ট্রাক জব্দ

বান্দরবানের লামার পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলনের পর পরিবহনের...

আরও পড়ুন

চাচার হাতে ভাতিজা খুন 

পটিয়া উপজেলায় আপন চাচার ছুরিকাঘাতে  মো. রাশেদ প্রকাশ রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।ঘাতক জালাল উদ্দিন (৪০) সম্পর্কে রাসেল এর চাচা হোন । শনিবার...

গণঅভ্যুত্থানে আহত কাজলকে দেখতে হাসপাতালে নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানে আহত হন কাজল। যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি। পুলিশের গুলিতে মাথায় আহত হন তিনি। ভর্তি হন...

পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকান সিটির থ্রি জিরো ক্লাব

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ নিয়ে ‘পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব’ নামে একটি প্ল্যাটফর্ম শুরু করেছে ভ্যাটিকান সিটি। মানবতার...

শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা হচ্ছে: রিজওয়ানা হাসান

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দ দূষণের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। বাংলাদেশ শব্দ দূষণের...