র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সব সময় সংস্কারের মধ্যেই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের অনেকেই অপরাধ করায় কারাগারে রয়েছেন। এমনকি অনকে পুলিশের সদস্যও কারাগারে আছেন। র্যাবের সংস্কার সব সময় চলছে। কোনো অভিযোগ পেলেই আমরা সেটা সংস্কার করছি।
তিনি বলেন, র্যাব নীতিমালা অনুযায়ী কাজ করে। র্যাবকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে। র্যাবে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তা দেখব। যারাই অন্যায় করছে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অনেকই জেল খাটছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, যুক্তরাষ্ট্র রিপোর্ট যা দিয়েছে, আমরা চেক করে দেখছি। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখব।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহি ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এরপর শনিবার (১ অক্টোবর) র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, র্যাবে সংস্কারের কোনো প্রশ্নই আসে না।
কারণ, আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। র্যাব পরিচালনার জন্য বিধিবিধান আছে। সেভাবেই র্যাব পরিচালিত হয়।