মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

বাবুল আক্তার অত্যন্ত চতুর: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সাবেক এসপি বাবুল আক্তারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিরুদ্ধে বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তা তদন্ত হলেই বোঝা যাবে।

তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

রিমান্ডে নির্যাতন, পিবিআই প্রধানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন
মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তারের বিষয়টি যেহেতু পিবিআইয়ের কাছে তদন্তাধীন, তাই তদন্ত শেষ করার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বাবুল আক্তার যে কথা বলেছেন, সেগুলো বাস্তবসম্মত কি না, সেটা তদন্ত হলেই বোঝা যাবে। পিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।

‘পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে, সবই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলাও তারা আসামি চিহ্নিত করেছে এবং আসামি গ্রেপ্তার করেছে।

পিবিআই যেটা করবে, সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন আমার মনে হয় তদন্তের পর আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

যে সংস্থা তদন্ত করছে, তার প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। সে ক্ষেত্রে তদন্তে গাফিলতির আশঙ্কা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন, কী বলে সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব চলে আসবে।’

বাংলাদেশের মিয়ানমার সীমান্তে গোলা এসে পড়েছে কয়েকবার। এ বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছেন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘মিয়ানমার সীমান্ত ক্রস করে দু-একটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি প্রতিবাদ করেছে। তাদের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, সব কিছু বলা হয়েছে।

‘রাষ্ট্রীয় পর্যায় থেকে সব পর্যায়ে প্রতিবাদ করেছি। আমরা মনে করি, তারা খুব শিগগিরই সংযত হবে। তাদের গোলাগুলি যে এদিকে না আসে, সেদিকে খেয়াল রাখার জন্য আমরা তাদের বলেছি।’

মিয়ানমার বারবার একইভাবে গোলা ফেলছে। সে ক্ষেত্রে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো তাকে প্রথমে ডেকে বলেছি। এর পর যদি আসে আমরা বিষয়টি জানাব।’

নির্বাচনকে কেন্দ্র করে থানায় থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা অনেক সময় অনেক কথা বলেন। এগুলো বিএনপির আরেকটা কৌশল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি...

বাংলাদেশে গাজপ্রমের কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

গ্যাস অনুসন্ধানে রাশিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়ান কোম্পানি গাজপ্রম ইন্টারন্যাশনালের...

রাজস্থলীতে প্রসব কালে অসুস্থ হয়ে বন্য হাতি ও শাবকের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২ নং গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া...

কৃষি জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা অর্থদন্ড 

সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষি জমির টপ সয়েল কাটার সময়...

নন্দন কাননে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে মা-ছেলে দগ্ধ

নগরীর কোতোয়ালী থানাধীন নন্দন কাননে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে...

চান্দগাঁও আবাসিকে ওয়াসা কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তার...

আরও পড়ুন

চবিতে ইনকিলাব মঞ্চের গণ-ইফতার আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে ৯ম রমজানে গণইফতারের আয়োজন করেছে। সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণ-ইফতার অনুষ্ঠিত হয়।প্রাচ্যের ঐতিহ্যের আলোকে আয়োজিত...

লোহাগাড়ায় ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ইউএনও'র অভিযানে ৭ দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ মার্চ সোমবার বিকেলে উপজেলার আমিরাবাদ স্টেশনের দরবেশহাট রোড ,দরবেশহাট বাজার ও থানা...

ঈদে নতুন নোট দেবে না কোনও ব্যাংক

প্রতি বছর ঈদের সময় ব্যাংক থেকে নতুন নোট দেয়ার চল থাকলেও  এবারের ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।সোমবার...

বরকলে ২০০ যাত্রী নিয়ে ডুবোচরে ধাক্কা দিলো লঞ্চ 

রাঙামাটির বরকল উপজেলায় ২০০ জন যাত্রী নিয়ে ডুবোচরে ধাক্কা লেগে আংশিক ডুবে গেছে একটি যাত্রীবাহী লঞ্চ । সোমবার (১০ মার্চ) বিকেলে বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে...