বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

বাবুল আক্তার অত্যন্ত চতুর: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সাবেক এসপি বাবুল আক্তারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিরুদ্ধে বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তা তদন্ত হলেই বোঝা যাবে।

তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

রিমান্ডে নির্যাতন, পিবিআই প্রধানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন
মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তারের বিষয়টি যেহেতু পিবিআইয়ের কাছে তদন্তাধীন, তাই তদন্ত শেষ করার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বাবুল আক্তার যে কথা বলেছেন, সেগুলো বাস্তবসম্মত কি না, সেটা তদন্ত হলেই বোঝা যাবে। পিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।

‘পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে, সবই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলাও তারা আসামি চিহ্নিত করেছে এবং আসামি গ্রেপ্তার করেছে।

পিবিআই যেটা করবে, সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন আমার মনে হয় তদন্তের পর আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

যে সংস্থা তদন্ত করছে, তার প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। সে ক্ষেত্রে তদন্তে গাফিলতির আশঙ্কা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন, কী বলে সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব চলে আসবে।’

বাংলাদেশের মিয়ানমার সীমান্তে গোলা এসে পড়েছে কয়েকবার। এ বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছেন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘মিয়ানমার সীমান্ত ক্রস করে দু-একটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে। আমরা প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি প্রতিবাদ করেছে। তাদের রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মেসেজ দেয়া হয়েছে, সব কিছু বলা হয়েছে।

‘রাষ্ট্রীয় পর্যায় থেকে সব পর্যায়ে প্রতিবাদ করেছি। আমরা মনে করি, তারা খুব শিগগিরই সংযত হবে। তাদের গোলাগুলি যে এদিকে না আসে, সেদিকে খেয়াল রাখার জন্য আমরা তাদের বলেছি।’

মিয়ানমার বারবার একইভাবে গোলা ফেলছে। সে ক্ষেত্রে বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো তাকে প্রথমে ডেকে বলেছি। এর পর যদি আসে আমরা বিষয়টি জানাব।’

নির্বাচনকে কেন্দ্র করে থানায় থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তালিকা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা অনেক সময় অনেক কথা বলেন। এগুলো বিএনপির আরেকটা কৌশল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী ইউনিয়নে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে বসতঘর পুড়ে...

স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির আহ্বান মেয়র শাহাদাত হোসেনের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "স্বাস্থ্যখাতে...

হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শিমুল

 হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হয়েছেন ক্লাবের যুগ্ম...

অতিরিক্ত মূল্যে তেল বিক্রি: চসিকের অভিযানে ১৩ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার আরও ৪১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৪১ জনকে...

‘পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে’

সাতকানিয়ায় পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও...

আরও পড়ুন

অতিরিক্ত মূল্যে তেল বিক্রি: চসিকের অভিযানে ১৩ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে বুধবার ১২ মার্চ নগরীর ফকিরহাটে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান,...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার আরও ৪১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সিএমপির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। অভিযানে গ্রেপ্তাররা...

আইসিজে মামলায় গাম্বিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে প্রায় সাড়ে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই  নৃশংসতাকে গণহত্যা...

ইপিজেডে পরকীয়ার জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়ার জের ধরে মো. আইয়ুব নবী সাগর (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে অপর বন্ধু সিজান (২৫)।ঘটনাটি ঘটেছে...