চলতি এশিয়া কাপে প্রায় প্রতিটি খেলাতেই হচ্ছে জমজমাট লড়াই। আর এই সিরিজে টি-টোয়েন্টিতে আরেকটি রুদ্ধশ্বাস দেখলো ক্রিকেট বিশ্ব। গত দুই ম্যাচের মতো এবারও এক পক্ষে ছিল ভারত।
কাগজে কলমে হিসেব কষলে শক্তির বিবেচনায় বিশ্বের অন্যতম লাইনআপের দলটি আজও চরম প্রতিদ্বন্দিতা করেছে, তবে হেরেছে ‘আত্মবিশ্বাসে ভরপুর’ শ্রীলঙ্কার কাছে।
১৭৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কানরা ছয় উইকেটে জয় তুলে নিয়েছে। আর এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রাখলো দলটি।
আর এতে ভারতের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। যদিও কাগজে কলমে এখনও সম্ভাবনা বেঁচে রয়েছে রোহিত শর্মার দলের। সেজন্য তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে দুই ওপের পাওয়ার প্লে তে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন।
তবে পাথুম নিশাঙ্কা ৫২ এবং কুশল মেন্ডিস ৫৭ করে ফিরে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে যায় টপ অর্ডার। কিন্তু ‘আত্মবিশ্বাসে ভরপুর’ দলটি পরের গল্পটি লেখে অন্যরকম।
রাজাপাকসেকে সঙ্গে নিয়ে দলের অধিনায়ক শানাকা লড়ে যান ভারতীয় বোলারদের সঙ্গে। দলের জয় নিশ্চিত করার পর মাঠ ছাড়েন এ দুই ব্যাটার। রাজাপাকসে ১৭ বলে ২৫ করে অপরাজিত থাকেন। এ ছাড়া, দাসুন শানাকা ১৮ বলে ৩৩ রান করেন।
ভারতের হয়ে এদিন একমাত্র সফল ব্যাটার ছিলেন কাপ্তান রোহিত শর্মা। ৪১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে দলটি লড়াকু স্কোর সংগ্রহ করে। অপরদিকে আরেক স্যানসেশন সূর্যকুমার যাদবের ব্যাট থেকে ৩৪ রান এলো তা ছিল বেশ ধীর গতির।