চট্টগ্রামে কর্ণফুলীর ফকিরনীর হাটে শুরু হলো ‘কর্ণফুলী ফুড জোন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা। এটি উপজেলার প্রথম আধুনিক রেস্টুরেন্ট।
বৃহস্পতিবার (০২ মে) সকালে বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম (দিদার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রেস্টুরেন্টের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন হায়দারসহ আরও অনেকে।
এই রেস্টুরেন্টের উদ্যোক্তা লিয়াকত আলী করিম ও সোহেল মোহাম্মদ হাবিবুল্লাহ্ বলেন,সুসজ্জিত পরিবেশে বৈচিত্র্যময় খাবারের সম্ভার পাওয়া যাবে নতুন এ রেস্টুরেন্টটিতে। ‘কর্ণফুলী ফুড জোনে খাবারের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে অতিথিদের সেবা প্রদান করা হবে। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এইখানে সেবার পরিধি বৃদ্ধি পাবে।
তারা আরও জানান, আধুনিক ডিজাইনে সাজানো এ রেস্টুরেন্টে ২০০ জন একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতে পারবেন। থাই, চাইনিজ ও বাংলা খাবারের পদ থাকছে শুরুতে। পর্যায়ক্রমে বাড়বে পদের সংখ্যাও। রেস্টুরেন্টের অতিথিদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে কিডস জোন, সেলফি জোন, জুসবার, আইসক্রিম পার্লার, লাইভ কিচেন, ২০ আসনের কনফারেন্স হল,২০ আসনের প্রাইভেট ডাইনিং ইত্যাদি। বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম বা ফ্যামিলি পার্টির জন্য রয়েছে আলাদা হলরুম।