এশিয়া কাপের সুপার ফোরের রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের করা ১৮১ রান ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বাবরবাহিনী। আর সেটা সম্ভব হয় মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে। তারা দুজন তৃতীয় উইকেটে ৪১ বলে ৭৩ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। নাওয়াজ ২০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪২ ও রিজওয়ান ৫১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। শেষ দিকে খুশদীল শাহ ও আসিফ আলীর ব্যাটে জয় পায় পাকিস্তান।
বল হাতে ভারতের রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও অর্শ্বদীপ সিং ১টি করে উইকেট নেন। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন নাওয়াজ।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তারা দুজন ৫ ওভারেই ৫৪ রান তুলে ফেলেন। এরপর রোহিত ও রাহুল আউট হন ২৮টি করে রান করে। তবে ওয়ান ডাউনে নামা কোহলি ব্যাট করেন ১৯.৪ ওভার পর্যন্ত। ৪৪ বলে তার করা ৬০ রানের ইনিংসে ভর করে ভারত ১৮১ রানের বড় সংগ্রহ পায়। এছাড়া দীপক হুদা ১৬ ও ঋষভ পন্ত ১৪ রান করেন। বল হাতে পাকিস্তানের শাদাব খান ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।
এটা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া পাকিস্তানের জয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। আজ ভারতকে একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো সবুজ রঙের জার্সিধারীরা। পাশাপাশি ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল।
মঙ্গলবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আর বুধবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে পাকিস্তান। এরপর বৃহস্পতিবার ভারত খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর শুক্রবার পাকিস্তান শেষ ম্যাচ খেলবে লঙ্কানদের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৮২/৫ (১৯.৫ ওভারে)।
ব্যাটিং: খুশদীল ১৩* ও ইফতিখার ২*।
আউট: ২২/১ (বাবর ১৪), ৬৩/২ (ফখর ১৫), ১৩৬/৩ (নাওয়াজ ৪২), ১৪৭/৪ (রিজওয়ান ৭১), ১৮০/৫ (আসিফ ১৬)।
বোলিং: বিষ্ণোই ১/২৬, চাহাল ১/৪৩, ভুবনেশ্বর ১/৪০, পান্ডিয়া ১/৪৪, অর্শ্বদীপ ১/২৭।
ভারত: ১৮১/৬ (২০ ওভারে)।
ব্যাটিং: ভুবনেশ্বর ০* ও বিষ্ণোই ৮*।
আউট: ৫৪/১ (রোহিত ২৮), ৬১/২ (রাহুল ২৮), ৯১/৩ (সূর্যকুমার ১২), ১২৬/৪ (পন্ত ১৪), ১৩১/৫ (পান্ডিয়া ০), ১৬৮/৬ (হুদা ১৬), ১৭৩/৭ (কোহলি ৬০)।
বোলিং: রউফ ১/৩৮, শাদাব ২/৩১, নাওয়াজ ১/২৫, হাসনাইন ১/৩৮ ও নাসিম ১/৪৫।
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)।