চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ।
আজ শুক্রবার (১২ আগষ্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, চট্টগ্রামের ১০ টি ল্যাবে ১৩৫ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জনই নগরীর বাসিন্দা। বাকি ২ জন ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে ৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৫দশমিক ০৬ শতাংশ।
এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৫৮
জনে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৭৮০ জন এবং ৩৪ হাজার ৮৭৮ জন বিভিন্ন উপজেলার। শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৬৭ জন। এদের মধ্যে ৭৩৭ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।