শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার(১৪ নভেম্বর ) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার একটি অংশের সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক হয়।

বৈঠক শেষে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই আন্দোলনে আহতদের একটি ইউনিক কার্ড দেওয়া হবে। যা দিয়ে দেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন। এ ছাড়া, কিছু বেসরকারি হাসাপাতালের সঙ্গে চুক্তি করবে সরকার। সেসব হাসপাতাল থেকেও বিনামূল্যে চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা।

সায়েদুর রহমান আরও জানান, যারা ব্যক্তিগত খরচে চিকিৎসা করাচ্ছেন, সেই অর্থ সরকার পরিশোধ করবে। এসব খরচের যাবতীয় কাগজপত্র সংরক্ষণ করার আহ্বান জানান তিনি।

আহতদের জন্য সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে—আগামী পাঁচ কার্যদিবসের তার লিখিত রূপরেখা দেওয়া হবে উল্লেখ করে সায়েদুর বলেন, এর মধ্যে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। আর যেগুলো এখনো শুরু হয়নি, সেগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

বৈঠকে উপস্থিত আহত ব্যক্তিরা হাসপাতালের নানা অব্যবস্থাপনা এবং আর্থিক সহযোগিতা ঠিক মতো না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে পৃথক শয্যা থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। এই ক্ষেত্রে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। আমরা অনেক অভিযোগ পেলাম, এসব খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিশেষ সহকারী জানান, আন্দোলনে যারা চোখ হারিয়েছেন, তাদের জীবন পরিচালনা সহজ করতে সর্বোচ্চটা করবে সরকার। তাদের শিক্ষাগত যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।

যারা মানসিক ট্রমার মধ্যে আছেন তাদের টেলিমেডেসিন নেটওয়ার্কের আওতায় এনে থেরাপি দেওয়া হবে। এ জন্য দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে সেন্টার থাকবে।

আগামী ১৭ নভেম্বরের পরে সরকারের পক্ষ থেকে একটি সার্পোট সেন্টার খোলা হবে। ওই সেন্টারে আহতদের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করে সেখান থেকেই সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।

বৈঠক শেষে উপদেষ্টাদের পক্ষ থেকে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আহতদের ব্যাপারে রাজনৈতিক দল এবং গণমাধ্যম যথাযথ দায়িত্ব পালন করছে কি না সেই প্রশ্ন তুলেছেন নাহিদ। তিনি বলেন, যখন শহীদ ও আহতদের কথা জাতীয় পরিসরে আলোচনায় থাকা উচিত ছিল, তখন সবাই শুধু সরকারের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। বাকিরা নির্বাচন ও অমুক-তমুক বলার চেষ্টা করছে।

‘আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আলাপে কথাবার্তায় এবং মিডিয়াতে আহতদের কথা তেমন ফোকাস করা হচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিকদলগুলোর রাজনৈতিক কর্তব্য,’ যোগ করেন তিনি।

গণঅভ্যুত্থান পরবর্তী সরকার ক্ষমতায় থাকার পরও কেন আহতদের রাস্তায় নামতে হলো জানতে চাইলে নাহিদ গণমাধ্যমকর্মীদের বলেন, এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত।

উল্লেখ্য, গত বুধবার উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভ করেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,...

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশের সব ফৌজদারি অপরাধের বিচার যেন সুষ্ঠুভাবে হয়, বিশেষ...

শৈত্যপ্রবাহ চলছে ৩ জেলায়, থাকবে আরও দুই দিন

রাজশাহী, পঞ্চগড়সহ দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ...

জনপ্রিয় পুষ্পা খ্যাত অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতার

ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে সে...

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না...

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ৩১দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা

বিএনপি'র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর...

আরও পড়ুন

সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিরাতুন্নবী (সা.) মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা। রাসুল (সা.)-এর জীবনাদর্শ কেবল মুসলমানদের জন্য নয়, বরং...

জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক

বাংলাদেশের সব ফৌজদারি অপরাধের বিচার যেন সুষ্ঠুভাবে হয়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়ে থাকে—সে বিষয়ে জাতিসংঘের...

শৈত্যপ্রবাহ চলছে ৩ জেলায়, থাকবে আরও দুই দিন

রাজশাহী, পঞ্চগড়সহ দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হয়ে দুই-তিন দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।শুক্রবার (১৩...

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে...