চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদলের ঘোষণা দেওয়া হয়।
আদেশে বলা হয়, গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরের পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, চকবাজার থানার বিদায়ী ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
গত বছরের ৭ আগস্ট সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের এক আদেশে চকবাজার থানার ওসি হিসেবে নিযুক্ত করা হয় কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফেরদৌস জাহানকে।
একই আদেশে পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরে বদলি করা হয়েছে।