বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সোহেল চৌধুরী নামে এক যুবক নিহত হয়েছে।
রবিবার(৭ই আগস্ট) সকাল ১১ টায় বান্দরবান – কেরানিহাট সড়কে টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মোঃ সোহেল চৌধুরী পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়ার স্থানীয় বাসিন্দা ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে , রবিবার সকালে বান্দরবান – কেরানিহাট সড়কে টিটিসির সামনে বিপরীত দিক হতে আশা একটি প্রাইভেট কার মোটরসাইকেল এর মুখোমুখি সংঙ্ঘর্ষে মোটরসাইকেল আরহি নিয়ন্ত্রণ হারিয়ে রোড়ের পাশে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার এস.আই আজিজুল হাকিম বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি রেইসা সেনা ক্যাম্পের হেফাজতে আছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক জনের মৃত্যু সংবাদ পেয়েছি।তবে এখনো পর্যন্ত নিহতের পরিবার হতে থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নি।অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।