সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মালামাল বোঝায়কৃত পিকআপ উল্টে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে । এই ঘটনায় আহত হয়েছে নারী-পুরুষসহ আরও ৮ জন।
শনিবার ( ২৬ এপ্রিল) আনুমানিক ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশু নোয়াখালী জেলার লক্ষ্মীপুর ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ জামাল হোসেনের মেয়ে।জানা গেছে এদের মধ্যে বেশিরভাগই একই পরিবারের সদস্য ।
ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নোয়াখালী লক্ষীপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান আসবাবপত্র ও মালামাল বোঝায়কৃত পিকআপ ভ্যান উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া ইউনিটেক্স স্পিনিং মিল এলাকা অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে গেলে গাড়িটি সড়কে উল্টে যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি সড়কের পাশে উল্টে পড়ে গেছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রাম নিউজ / আর এইচ