চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জন পরোয়ানা ভূক্ত আসামীককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসময় রিকলসহ ৫৩টি ওয়ারেন্ট তামিল করা হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেন।
এ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া- পেকুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো:তফিকুল আলম ও অফিসার ইনচার্জ ওসি চন্দন কুমার চক্রবর্তী ও ওসি তদন্ত মো: জুয়েল ইসলাম একটি বিশেষ টিম।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন,আমাদের অভিযান সব সময় চলমান থাকবে।যাতে ওয়ারেন্টভুক্ত আসামি গুলো আর কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।