চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শফি (৪০) প্রকাশ মাইক শফি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) ভোর ৬টায় মুরাদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফি পৌরসভার মুরাদনগর এলাকার তাজু মাঝির ছেলে।
স্থানীয় মো. সালাউদ্দিন জানান, ভোর ৬টার দিকে ঘরে আইপিএস মেরামত করছিল মো. শফি। এলাকায় সে মাইক শফি নামে পরিচিত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোয়াজারহাট বাজারে তার মাইকের দোকান আছে।
রাঙ্গুনিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কী বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা আমাদের কেউ অবহিত করেনি।