চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাটের বাড়িতে টাইলসের কাজ করার সময় মো. দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ জুলাই) সকালে মদুনাঘাট গণি মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন হাটহাজারী উপজেলার মদুনাঘাট ওয়াপদা কলোনি এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, একটি বাড়িতে টাইলসের কাজ করছিল দেলোয়ার হোসেন।
এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।