গাজীপুরের টঙ্গীতে দোকানের সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েবিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলহাস (২৫) ও সায়েম (৩০) নামে দুইজন মারা গেছেন। এছাড়া, এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
বুধবার (২২ জুন) দুপুরে চেরাগ আলী মার্কেট সুরতরঙ্গ রোড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জুলহাস ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিলবাদারা গ্রামের জিল্লুর হোসেনের ছেলে এবং সায়েম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার করিমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, দোকানের সাইনবোর্ড নামাতেই দোকান মালিক সায়েম ও ভ্যান চালক জুলহাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় তলা থেকে ছিটকে নিচে রাস্তার উপর পড়ে যান।
ঘটনার পরপরই এলাকার লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহগুলোর ময়নাতদন্ত ও আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।