চকরিয়ায় অভিযান চালিয় ৪৯৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ জুন) রাত আড়াইটায় উপজেলার মানিকপুর(ফিরোজ সওদাগরের বাড়ি) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার ফেরদৌস মিয়ার ছেলে মোরশেদ মিয়া(২১) ও মানিকপুর (আশ্রায়ন প্রকল্প)১নং ওয়ার্ড এলাকার মৃত ইবনে আমিনের ছেলে মোহাম্মদ জাকারিয়া (২১)।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন,আটককৃত ২ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।