জাতীয়তাবাদী ছাত্রদল কতৃক সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকেলে মাটিরাঙ্গা, উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মাটিরাঙ্গা পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলীম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ শাহিন সহ অন্যান্যরা।