চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
আজ শনিবার (২১ মে ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় তার মৃত্যু হয়। তিনি সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।
আরো পড়ুন: চকরিয়া সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
বিকালে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে নগদ একলক্ষ (১,০০,০০০/-) টাকা প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান। এছাড়াও নিহতের সন্তানকে বরইতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মাসিক ১২ হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেয়া হবে বলে সূত্রে জানায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, গাড়ি চাপায় নিহত মনির আহমদের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগ। সড়ক দুর্ঘটনায় নিহত মনির আহমদের পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে এবং নিহতের ছেলেকে বরইতলি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক বার হাজার টাকা বেতন নিরাপত্তা প্রহরীর চাকরির ব্যবস্থা করা হবে।