রাঙ্গামাটিতে ১১ কেজি গাঁজা এবং ৮২ লিটার চোলাইমদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে র্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাবের দাবি, মাদকসহ আটক ব্যক্তির নাম কমল বিকাশ চাকমা (৪৮)। সে রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন পূর্ব বিহারপুরের নীল মোহন চাকমার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন ফিশারী ঘাট এলাকার চট্টগ্রাম টু রাঙ্গামাটি সড়কের পাকা রাস্তার পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও ৮২ লিটার চোলাই মদ উদ্ধারসহ বিকাশ চাকমাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী বিকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কৌশলে সকলের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গাঁজা ও মদ বিক্রি করে এলাকার বিভিন্ন পেশার লোকজনদের মাদকাসক্ত করছে বলেও জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।