চট্টগ্রাম নগরীর বাকলিয়া শাহ আমানত সেতু এলাকায় আজ শনিবার সকালে বাসের ধাক্কায় মো. আদিব (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
সে চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের মৃত সায়েম মুহাম্মাদের ছেলে এবং নগরীর হালিশহর আরাবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামী একাডেমির হেফজ বিভাগের ছাত্র।
ঘটনার সত্য নিশ্চিত করছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
নিহতের চাচা ও হালিশহর আরবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামী একাডেমীর পরিচালক মাওলানা মো. শাহজালাল বলেন, গত বৃহস্পতিবার বাড়িতে গিয়েছিলাম। শনিবার বাড়ি থেকে গাড়ি করে নতুন ব্রিজ এসে নামি।
হালিশহর যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করার সময় বাস ধাক্কা দেয়। সেখান থেকে আদিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
তদন্ত অফিসার সাদেকুর রহমান বলেন, নতুন ব্রিজের মুখে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিল আদিব ও তার চাচা। অপরপাশ থেকে দ্রুতগামী বাস এসে তাদেরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।