অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য পরিবহন, মজুদ ও প্রক্রিয়াকরণের দায়ে চট্টগ্রাম সেবা সংস্থার মালিক জমির উদ্দিন ও টিজি কলোনী এলাকার ভাঙ্গারি কারখানার মালিক মো. সিদ্দিক কবীরের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি শেষে তাদের বিরুদ্ধে মামলার দায়ের করেন অধিদফতরের পরিদর্শক মো. শাওন শওকত।
তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে, তারা (চট্টগ্রাম সেবা সংস্থা) সিটি করপোরেশনের বিভিন্ন ডাস্টবিন এবং সিটি করপোরেশনের ডাম্পিং সাইট থেকে চিকিৎসা-বর্জ্য সংগ্রহ করে টিজি কলোনির ভাঙারি কারখানায় এনে প্রক্রিয়াজাত করার পর বিভিন্ন দোকানে বিক্রি করে দেয়।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর মহানগরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘বন্দর থানার ৩৭ নম্বর ওয়ার্ডের টিজি কলোনী এলাকার একটা ভাঙারি কারখানায় আমাদের পরিচালক হিল্লোল বিশ্বাস ও পরিদর্শক মো. শাওন শওকতের সমন্বয়ে একটি টিম নিয়ে অভিযান চালাই।
অভিযানে আনুমানিক তিন টন পরিমাণ চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়। অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা-বর্জ্য পরিবহণ, মজুদ ও প্রক্রিয়াজাতকরণের দায়ে চট্টগ্রাম সেবা সংস্থার মালিক ও টিজি কলোনী এলাকার ভাঙ্গারি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।’
তিনি আরও বলেন, কারখানাটিতে সংক্রমিত, ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য যত্র-তত্র, খোলা ও অনিরাপদ অবস্থায় মজুদ অবস্থায় দেখা যায়। সেইসাথে ৩ জন মহিলা শ্রমিককে কোনরকম নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই এসব বর্জ্য প্রক্রিয়াকরণ করতে দেখা যায়। এসব অব্যবস্থাপনার দায়ে কারখানার মালিক মো. সিদ্দিককে শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। একইসঙ্গে চট্টগ্রাম সেবা সংস্থা কর্তৃপক্ষকেও শুনানিতে ডাকা হয়।
চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী এসব সংক্রামক বর্জ্য উপযুক্ত ইনসিনারেটরের মাধ্যমে বিনষ্ট করতে হবে। বর্জ্য বিধিমালা লঙ্ঘনের কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।