Thursday, 19 September 2024

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন ও অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন বাদি হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- আকবর শাহ থানাধীন ইস্পাহানি সি গেটে গ্রিন হিল এলাকার মোহাম্মদ আবুল বশরের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন, জসিম উদ্দিনের স্ত্রী সাবিহা ইয়াছমিন ও জাফর আহমদ।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজায় পাহার কাটার সংবাদে গত ২৭ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান মনির হোসেন। এরপর পাহাড় কাটার সঙ্গে জড়িত জসিম উদ্দিন ও তার স্ত্রীকে নোটিশ দেওয়া হয়।

বুধবার (৩০ মার্চ) শুনানি গ্রহণ করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার নির্দেশ দেন পরিচালক। ৩১ মার্চ আকবর শাহ থানায় জসিম উদ্দিন ও তার স্ত্রী সাবিহা ইয়াছমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিদর্শক মনির হোসেন।

অন্যদিকে ফয়’স লেক দুই নম্বর রোডের স্পাইসি গলিতে পাহাড় কাটার সংবাদে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। পরিদর্শনকালে পরিবেশ অধিদফতরের টিম তিন চারজন শ্রমিককে কোদাল শাবল দিয়ে পাহাড় কাটতে দেখেন। এ ঘটনায় পাহাড় কাটার নির্দেশদাতা জাফর আহমদকে শুনানিতে ডাকে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি শেষে মামলার নির্দেশ দেন পরিচালক হিল্লোল বিশ্বাস। এরপর বিকেলে আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন। এর আগেও গত বছরের ১৭ জুন জাফর আহমেদকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছিল পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, পাহাড় কাটার সংবাদ পেয়ে আকবর শাহ এলাকার গ্রিন হিল এবং ফয়’স লেকের স্পাইসি গলিতে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় তাদের শুনানিতে ডাকা হয়। এরপর পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার পরিবেশ আইনে থানায় মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

গণহত্যায় উসকানির সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কবি,...

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ....

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক...

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সংক্রান্তে গণশুনানী করলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, ভূমি জঠিলতা নিয়ে...

আরও পড়ুন

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংক লিমিটেডকে বিশ্ব দরবারে রোল মডেল...

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেবে।জার্মান রাষ্ট্রদূত...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রত্যেক শহিদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক এক সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহশেখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি...