কক্সবাজার শহরের ত্রাসের রাজত্ব কায়েম করে চুরি-ছিনতাই, ধর্ষণ, ডাকাতি, চাঁদা দাবি ও ভাড়াটে গিয়ে আধিপত্য বিস্তার করে জমি দখলসহ নানান অপরাধ কর্মের মূল হোতা আবছার বাহিনীর প্রধান ‘ভাড়াটে সন্ত্রাসী আবছার’কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার( ১০ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ টেকনাইপ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আছার বাহিনীর মো. নুরুল আবছার (২৭) কে আটক করে। আবছার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া (বাছা মিয়ার ঘোনা) ০৭ নং ওয়ার্ড এর রশিদ ড্রাইভারের পূত্র।
গ্রেপ্তারকৃত আবছারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৪টি মারামারি, ২টি অস্ত্র, ১টি দ্রুত বিচার, ২টি দস্যুতা ও ১০ টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ সর্বমোট ১৯ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃত আসামি নুরুল আবছারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ।
পুলিশ জানিয়েছে- আবছার শহরের শীর্ষ অপরাধী। ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তিন মাস আগেও গ্রেপ্তার হয়ে কারাগারে যায় আবছার। কিন্তু সে জামিনে বের হয়ে এসে অপরাধ কর্মকান্ড চালায়। শহরের চিহ্নিত কয়েকজন অপরাধীর শেল্টারে ভাড়াটে সন্ত্রাসী হয়ে অপকর্ম করে আবছার বাহিনীর প্রধান আবছার।