গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Tuesday, 2 July 2024

আগামীকাল শুরু হচ্ছে দু’দিনব্যাপি ঐতিহ্যবাহী তাঁতপণ্য মেলা

সবুজ অরণ্য,  নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দেশীয় তাঁতশিল্প আর তাঁতপণ্য।
ঐতিহ্যবাহী এই তাঁতপণ্যের হারানো ঐতিহ্য আগামী প্রজন্ম তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গত চারবছর ধরে আয়োজন করা হচ্ছে তাঁতপণ্য মেলার।

তারই ধারাবাহিকতায় আগামীকাল (৯ ফেব্রুয়ারি’২২) বুধবার রাজধানীর ‘গুলশান শুটিং ক্লাব’ এ পর্দা উঠতে যাচ্ছে চতুর্থবারের মতো হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল বা ঐতিহ্যবাহী তাঁতপণ্য মেলার।

এসএমই ফাউন্ডেশন ও অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক
সহযোগিতায় আয়োজিত। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

দেশীয় তাঁতপণ্য প্রস্তুতকারক ও শীর্ষস্থানীয় ডিজাইনারদের মধ্যে সংযোগ স্থাপন, তাঁতশিল্পের বিলুপ্তি রোধ এবং কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও মেলা আয়োজনের অন্যান্য প্রধান উদ্দেশ্যগুলো হলো-
ক) বাংলার গৌরবময় ঐতিহ্য ও কৃষ্টির অংশ হিসেবে দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী তাঁতপণ্যের ব্যবহার প্রদর্শন।
খ) ঐতিহ্যবাহী তাঁতপণ্যের প্রচার, প্রসার এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।
গ) স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় তাঁতপণ্য প্রস্তুতকারকদের মধ্যে সংযোগ স্থাপন। এবং
ঘ) বাংলার ঐতিহ্যবাহী পণ্যের বিলুপ্তি রোধ।

মেলায় বয়নশিল্প প্রদর্শন, লাইভ ফ্যাশন শোর পাশাপাশি থাকবে প্রায় ৫০টি স্টল। যেখানে ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে শাড়ি-লুঙ্গি-গামছা, খাদি, নকশিকাঁথা, বেনারসি ও সিল্ক শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, শতরঞ্জি, পটচিত্র, রিকশা পেইন্ট, জুয়েলারি, টেরাকোটা, পিতল-কাঁসার পণ্য, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি কাপড় ও হস্তশিল্প পণ্য, পাটজাত, বাঁশ ও বেতজাত পণ্য। থাকবে খাতভিত্তিক পণ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা প্রদান, সেমিনারসহ নানা আয়োজন।

এই মেলায় অংশগ্রহণ করবেন বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিজাইনার, শিল্পী, তাঁতীসহ ঐতিহ্যবাহী পণ্যের উদ্যোক্তারা। এছাড়া মেলায় লোকজ শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, ফ্যাশন শো, দেশি পোশাক বিষয়ে কুইজ ও ফটো কনটেস্ট, সেমিনার, ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং ইভেন্টের আয়োজন থাকবে।

আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সর্বশেষ

খাগড়াছড়িতে পাহাড় ধস পাহাড়ি ঢল সড়ক যোগাযোগ বন্ধ 

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বেশিরভাব...

স্ত্রী-কন্যাসহ বেনজীরের সম্পদের হিসাব চেয়েছে দুদক

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই...

মিরসরাইয়ে জালিয়াতি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের মিরসরাইয়ে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামীকে...

আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী...

সাজেকে আটকা পড়েছে ৭০০ পর্যটক

রাঙ্গামাটির বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৭০০...

টানা বৃষ্টিতে বিদ্যুৎ কেন্দ্রের ৪ টি ইউনিট : ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন 

টানা কয়েকদিন বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায়...

আরও পড়ুন

১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।সোমবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত...

তরুণদেরকে দেশ ও বিশ্বমানবতার সেবায় ব্রতী হওয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

উচ্চশিক্ষা লাভ করে শুধু নিজের জন্য নয়, দেশ, সমাজ ও বিশ্বমানবতার সেবার ব্রতে আত্মনিয়োগ করতে তরুণ গ্র‍্যাজুয়েটদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার...

কারাগারের ছাদ কেটে ৪ ফাঁসির আসামির পলায়ন, ফের গ্রেপ্তার

গভীর রাতে বগুড়া কারাগারের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পালানোর ঘটনা ঘটেছে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।মঙ্গলবার (২৫ জুন) রাত ৩টার...

মতিউর ও স্ত্রী-পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।দুদকের...