বুধবার, ১ অক্টোবর ২০২৫

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে নিহত  জামায়াত নেতা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার সদর উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুব জামায়াতের এক নেতা খুন হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল বাজারে খুনের এ ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতার নাম আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনে হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।

অপর দিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। সে নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি এবং একই এলাকার ছৈয়দ নূরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত কারণে স্থানীয় ছৈয়দ নূর তথা রাফির পরিবারের সঙ্গে নিহত আমজাদ হোসেনের পরিবারের বিবাদ ও মামলা-মোকদ্দমা ছিল। এর অংশ হিসেবে রাফি ও আরো দুই যুবক মিলে নতুন মহাল বাজারে প্রকাশ্যে মানুষের সামনে আমজাদ হোসেনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে আমজাদের পেটে দুটি ও পিঠে একটি গভীর ক্ষত হয়। তিনি গুরুতর জখম হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আমজাদ কে উদ্ধার করে ঈদগাঁওর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমজাদের বড় ভাই, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের চিহ্নিত অস্ত্রধারীরা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নির্মমভাবে আমার ভাইকে খুন করেছে। আমি এর বিচার ও খুনিদের ফাঁসি চাই।

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, ঘাতক রাফির পরিবার আওয়ামী লীগ আমলে প্রভাব খাটিয়ে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। এরই ধারাবাহিকতায় এ খুনের ঘটনা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নৃশংসভাবে আমজাদকে খুনের প্রতিবাদে ৩০ সেপ্টেম্বর চৌফলদণ্ডীর নতুন মহাল বাজারে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইউনিয়ন জামায়াত এমারত।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হলো তাদের মিয়ানমারে...

আনোয়ারায় পূজামণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার...

চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ...

প্রবারণার মাধ্যমে শান্তির বারতা পৌঁছে দেওয়াই গৌতম বুদ্ধের দর্শন- ইউএনও মো. রহমত উল্লাহ 

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেছেন, গৌতম...

শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম...

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু...

আরও পড়ুন

আনোয়ারায় পূজামণ্ডপে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার বিতরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে তারা।রবিবার ...

চট্টগ্রাম শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করা সম্ভব। এবিষয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিডিএ এর কনফারেন্স হলে চট্টগ্রাম...

প্রবারণার মাধ্যমে শান্তির বারতা পৌঁছে দেওয়াই গৌতম বুদ্ধের দর্শন- ইউএনও মো. রহমত উল্লাহ 

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেছেন, গৌতম বুদ্ধের অন্যতম মুল দর্শন হচ্ছে অহিংসা, শান্তি এবং মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান...

শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে...