শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলে হবে না, তাদের দেশে ধরে রাখতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করলেই হবে না, তাদের দেশে ধরে রাখতে হলে জীবনমান উন্নয়নে সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যার সমাধান উদ্ভাবন ও মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগী হলে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে।তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও নিরাপদ সিটি হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে চট্টগ্রাম ও সর্বোপরি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিক্ষা খাতে বিনিয়োগ অব্যাহত রাখব।

তিনি বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়স্থ সাম্পান রেস্তোরাঁ মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উৎসাহমূলক উপহার তুলে দেন। তাছাড়া সংগঠনের সদস্য সদ্য প্রয়াত নাসিরুল আলমের পরিবারকে আর্থিক সহায়তা ও টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে বিনিয়োগ করলে একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। প্রতি মাসে চসিককে ছয় থেকে আট কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হয়, যা আসলে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

মেয়র বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে আর ফিরে আসে না। এতে দেশ তাদের মেধা ও দক্ষতা থেকে বঞ্চিত হয়। তাই দেশের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে, যাতে তারা দেশের ভেতরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী হয়। তাই শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উদ্ভাবনী কাজে সুযোগ বাড়াতে হবে। স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান বের করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণ সমাজকে যুক্ত করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তাদের চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তাদের আসল পরিচয়। এখন থেকেই জীবনের উদ্দেশ্য স্থির করে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে যেতে হবে।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী মন্জু, সাবা ডিস্ট্রিবিউশনের কর্নধার লায়ন মো. আমান উল্লাহ, এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী। স্বাগত বক্তব্য রাখেন টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক, সহ সভাপতি মো. আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

সংগঠনের সভাপতি সাজীব তাঁর বক্তব্যে বলেন, এসোসিয়েশনের সদস্যদের সন্তানেরা যেন সবসময় পড়াশোনায় মনোযোগী থাকে এবং সমাজের কল্যাণে কাজ করে—এটাই তাদের প্রত্যাশা।

সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা, এই অর্জন তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগাবে। তারা অভিভাবক, শিক্ষক ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সিটি মেয়রের এপিএস মারুফুল হক চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া, টিসিজেএ সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ নুর হাসিব ইফরাজ, মোঃ সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির...

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ড. ইউনূসের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পূর্ব...

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কারকাজ চালিয়ে যাচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি...

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের

বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করাই বর্তমানে অন্যতম...

বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়:ডা. শাহাদাত হোসেন 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক...

ইনানী সমুদ্রসৈকতে ভেসে যাওয়া পাঁচ পর্যটক জীবিত উদ্ধার

কক্সবাজারের ইনানী সৈকতে স্রোতের টানে ভেসে গিয়ে মৃত্যুর মুখ...

আরও পড়ুন

“অল্প উদ্যোগেই সন্দ্বীপবাসীর বড় সমস্যার সমাধান সম্ভব: চসিক মেয়র”

চট্টগ্রাম নগরীর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্দ্বীপের লঞ্চঘাটে জোয়ার এলে ঘাট পানিতে তলিয়ে যায়। এ সমস্যা নিরসনে আরও কিছু কাজ প্রয়োজন হলেও ইতোমধ্যে...

‘দেশের দ্বিতীয় গজব এখন অন্তর্বর্তী সরকার’: কর্ণেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড.কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন , রাষ্ট্র পরিচালনা করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা থাকতে হয়। এখন...

“মাদারবাড়ী শুভপুরে রাস্তায় প্রাণ গেল ট্রান্সপোর্ট ব্যবসায়ীর”

চট্টগ্রাম নগরীর মাদারবাড়ী এলাকায় ট্রাকচাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় এই...

ফটিকছড়িতে বন্ধুকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বন্ধুকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানিতে ডুবে মারা গেলেন দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদুল ইসলাম (১৬)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের বাগান...