মিরসরাইয়ে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় শাহিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন বেগম চাঁদপুরের হাজীগঞ্জ থানার পালিছড়া গ্রামের মো. জাহাঙ্গীরের স্ত্রী। পরিবারসহ তিনি বড়দারোগার হাট ব্রিকফিল্ড এলাকায় বসবাস করছিলেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী জানান, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উঠে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহিন বেগম মারা যান। দুর্ঘটনার পর গাড়িটি খাদে পড়ে যায়।
আইনি প্রক্রিয়া শেষ করে লাশ তার স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। চালক ও সহকারী পালিয়ে গেছে।
আর এইচ/