সোমবার, ১৯ মে ২০২৫

কর্ণফুলীতে ছাত্রলীগের মিছিল: ৩১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সক্রিয় কর্মী ও পদধারী দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, শুক্রবার (১৬ মে) রাত ১টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী নজির উল্লাহ বাড়ির রাহাত মাহমুদ ফারহান (২০), পিতা আব্দুল মালেক ওরফে ঘোড়া মালেক; এবং শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ওমরা মিয়া চৌধুরী বাড়ির মো. রিকন ওরফে কফিল (৩০), পিতা মৃত জহুর আহমদ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ মে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জুলধা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ইউসুফ সাহেবের বালুর মাঠে মিছিল করছে। তারা লাঠিসোটা হাতে স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

রাত ১১টা ২০ মিনিটে ওসি মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে প্রায় ৩০-৩১ জন মিছিলকারী দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৯টি লাঠি উদ্ধার করা হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে এবং এলাকায় অভিযান চালিয়ে ফারহান ও কফিলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পলাতকদের পরিচয় দিয়েছে এবং জানিয়েছে, সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, ওই রাতে মিছিলের নেতৃত্বে ছিলেন মো. মনির উদ্দিন নাঈম (২৮)। তাদের উদ্দেশ্য ছিল জুলধা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো।

ঘটনার পর কর্ণফুলী থানার এসআই জুয়েল মজুমদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন—মো. ফয়সাল (১৮), মো. মাসুদ (২০), মো. হানিফ (২২), তৌসিফ (১৮), আকাশ (১৮), জিসান (১৮), জাহিদুল (১৯), নাবিল (২৩), মামুন (৩০), ইমরান (২৫), হাসান (২৬), মিজান (১৯), মনির (২৬) ও সরোয়ার (২৫)। অধিকাংশ আসামির বাড়ি জুলধার ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ

পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহার করার...

চীনে আম রপ্তানি শুরু হচ্ছে জুন থেকে 

চীনে আম রপ্তানি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে...

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

বাইডেনের শরীরে ‘প্রোস্টেট’ ক্যানসার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ‘আগ্রাসী ধরনের’ প্রোস্টেট...

এক দশক পর ইরানের জন্য চালু হচ্ছে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইট

এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের হজযাত্রীদের জন্য সরাসরি...

চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় ঢাকামুখী যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় আবদুল মালেক...

আরও পড়ুন

পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ

পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১ টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত...

বাইডেনের শরীরে ‘প্রোস্টেট’ ক্যানসার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে ‘আগ্রাসী ধরনের’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা হাড়ে হাড়ে ছড়িয়ে পড়েছে।সাবেক প্রেসিডেন্টের দফতরের দেওয়া রোববারের (১৮ মে) এক...

এক দশক পর ইরানের জন্য চালু হচ্ছে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইট

এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি...