কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১ টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম , চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া পৌর শহরের ট্রাফিক পুলিশের ইনচার্জ মাহবুব রহমান, চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি, এবং চকরিয়া পৌর শহরের জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গণঅধিকার পরিষদের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক, কলেজের অধ্যক্ষগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আর এইচ/