রবিবার, ১৮ মে ২০২৫

“পারকি সমুদ্র সৈকত পর্যটন শিল্পের জন্য সম্ভাবনাময় এলাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারার পারকি সমুদ্র সৈকতের পর্যটন সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) আবু সেলিম মাহমুদ-উল হাসান। তিনি বলেন, “পারকি সমুদ্র সৈকত পর্যটন শিল্পের জন্য একটি সম্ভাবনাময় এলাকা। কর্ণফুলী টানেল, সার্ভিস এরিয়া ও আশপাশের শিল্প কারখানাগুলো এই অঞ্চলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ইকো ট্যুরিজম ও কৃষিভিত্তিক ট্যুরিজম গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখানে।” তিনি আরও জানান, “আমরা সম্ভাব্যতা যাচাই করছি। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। আগামীতে পারকি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা।

সভায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের পক্ষ থেকে পারকি সৈকতের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরা হয়। তারা জানান, সৈকতের জনপ্রিয়তা দিনদিন বাড়লেও যথাযথ উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান নয়। সন্ধ্যার পর সৈকতে নিরাপত্তাহীনতা বিরাজ করে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং ছিনতাইয়ের ঘটনাও ঘটে নিয়মিত। এছাড়া, প্রভাবশালীদের বিরুদ্ধে খাস জমি দখল করে রেস্টুরেন্ট ও অন্যান্য স্থাপনা গড়ে তোলা এবং মাটি বিক্রির অভিযোগ রয়েছে।

জানা গেছে, শুধু শুক্রবার নয়, সপ্তাহের প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক পারকিতে ভিড় করেন। তবে মানসম্মত হোটেল বা মোটেলের অভাবে পর্যটকদের সন্ধ্যার আগেই ফিরে যেতে হয়। এই সমস্যাগুলোর সমাধানে ২০১৯ সালে প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে ২০ কিলোমিটার দীর্ঘ পারকি সৈকতে একটি পর্যটন কমপ্লেক্স গড়ার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পর্যটন করপোরেশন। ১৩.৩৬ একর জমিতে শুরু হওয়া প্রকল্পটির কাজ ছয় বছরেও শেষ হয়নি। তিন বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো তা সম্পন্ন হওয়ার কোনো নিশ্চয়তা নেই।

এতে আরোও উপস্থিত ছিলেন,বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, ছাত্র প্রতিনিধি শাহেদুল আলম,  ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তর, সংবাদমাধ্যম ও সংগঠনের প্রতিনিধিরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে...

চট্টগ্রামে ‘গুলশান’ সিনেমার মহরত অনুষ্ঠিত

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এলএডি প্রোডাকশন হাউজের দ্বিতীয় প্রযোজনা ‘গুলশান’...

সরাইপাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পাশে পাওয়া গেল মদের বোতল

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা সরাইপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি...

বিমানবন্দর থেকে চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক গ্রেপ্তার 

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক...

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কায় বোয়ালখালীর কলেজ ছাত্র নিহত

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে মুহাম্মদ আসিফ (১৯)...

উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ছে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ডাঃ অং সুই প্রু...

আরও পড়ুন

সরাইপাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, পাশে পাওয়া গেল মদের বোতল

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা সরাইপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মরদেহের পাশে একটি মদের বোতল আর একটি...

বিমানবন্দর থেকে চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক গ্রেপ্তার 

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার দুপুরে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার...

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কায় বোয়ালখালীর কলেজ ছাত্র নিহত

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা লেগে মুহাম্মদ আসিফ (১৯) নামে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্র নিহত হয়েছে।শনিবার (১৭ মে) বিকেলে...

উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইলিওরের ঝুঁকি বাড়ছে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. ডাঃ অং সুই প্রু মারমা বলেছেন, দেশের মোট জনগোষ্ঠীর অন্ততঃ এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন...