চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারের রুমঘাটা এলাকার একটি খাল থেকে গত শনিবার উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ ঘিরে তৈরি হয়েছে রহস্যজনক এক ঘটনা। নিহতের পরিচয়ে দাফন হওয়ার পর হঠাৎ করেই সেই ‘নিহত’ ব্যক্তি জীবিত ফিরে আসেন।
ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন কোতোয়ালি থানা-পুলিশ খাল থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই তা স্বজনদের কাছে হস্তান্তর করে। পরদিন রোববার ভোলা জেলার উবায়দুল্লাহ নামের এক ব্যক্তি এসে লাশটি নিজের ছেলে আব্দুর রহিম বলে শনাক্ত করেন এবং ভোলায় নিয়ে দাফনও সম্পন্ন করেন।
তবে সোমবার আকস্মিকভাবে মোবাইল ফোন সচল হয় নিহত হিসেবে দাফন হওয়া আব্দুর রহিমের। ফোনটি ট্র্যাক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁকে জীবিত অবস্থায় খুঁজে পায় এবং হেফাজতে নেয়।
পরে পিবিআই তার বাবা উবায়দুল্লাহকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। তদন্তে জানা যায়, নির্মাণশ্রমিক আব্দুর রহিম পাওনা টাকা ফেরত দিতে না পেরে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। তার পরিবার খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে লাশ উদ্ধারের খবর পায় এবং উবায়দুল্লাহ ভুল করে লাশটি ছেলের বলে শনাক্ত করেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, “অজ্ঞাত লাশ উদ্ধারের পর আমরা ছায়া তদন্ত শুরু করি। রহিমের মোবাইল সচল হওয়ার পর বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হয় এবং পরে নিশ্চিত হওয়া যায়, তিনি জীবিত। বাবা ছেলেকে ভুল করে শনাক্ত করেছিলেন।”
তিনি আরও জানান, “যে লাশটি দাফন করা হয়েছে, তার ডিএনএ নমুনা সংগ্রহ করা আছে। ভবিষ্যতে কেউ লাশের দাবি করলে ডিএনএ মিলিয়ে শনাক্ত করা হবে।”
আর এইচ/