চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাসদৃশ ৬টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে ) দুপুর একটার দিকে রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন ভবনে পাইলিংয়ের সময় মাটি খুঁড়তে গিয়ে এসব বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।
সদরঘাট থানার ওসি রমিজ আহমেদ বলেন, “বস্তুগুলো দেখতে পুরোনো ধরনের। এগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে জানাবে।”
ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
আর এইচ/